লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় মা খায়রুন নেছাকে হত্যার দায়ে ছেলে হারুন অর রশিদকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

রায়ের সময় মামলার একমাত্র আসামি হারুন অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করে ছেলে হারুন অর রশিদ। পরে লাশ টয়লেটের ভিতরে গুম করে রাখেন।

এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী হয়ে পরের দিন ১৮ জুলাই রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হারুন অর রশিদকে একমাত্র আসামি করা হয়।

একই বছরে ২৯ সেপ্টেম্বর হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
পরবর্তী নিবন্ধআরো ৫৮ শব্দসৈনিকসহ ২৫৩ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি