পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র রাশিয়ার আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, গত বছর অনুষ্ঠিত নির্বাচনের আগে ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন সম্পর্কে ক্ষতিকর তথ্য দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিতস্কায়া।
তবে নাতালিয়ার দেয়া তথ্য সম্পূর্ণ ‘অর্থহীন’ ছিল বলেও জানান তিনি। ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে চলমান তদন্তের মধ্যে নিউইয়র্ক টাইমস শনিবার প্রথম চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করে। খবর বিবিসির।
২০১৬ সালের ৯ জুন ট্রাম্প টাওয়ারে আয়োজিত ওই বৈঠকে ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাতা জারেদ কুশনার এবং রিপাবলিকান দলের প্রচারণা শিবিরের তৎকালীন চেয়ারম্যান পল মানাফোর্ট উপস্থিত ছিলেন। এর মাত্র দু’সপ্তাহ আগেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প।
শনিবার ট্রাম্পপুত্র ও নাতালিয়া উভয়ই বৈঠকের কথা স্বীকার করে বলেন, ওই বৈঠকে মার্কিন নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে চলতি বছরের মার্চে নিউইয়র্ক টাইমসের কাছে রাশিয়ার কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা অস্বীকার করেছিলেন ট্রাম্পপুত্র।
শনিবার এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র বলেন, ‘মার্কিনিদের রুশ শিশু দত্তক নিতে পারা সম্পর্কিত একটি জনপ্রিয় প্রকল্প নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে বৈঠকটির আয়োজন করা হয়েছিল। সেখানে নির্বাচনী প্রচার নিয়ে কোনো কথা হয়নি। আমার চেনা একজন আমাকে ওই বৈঠকে যেতে বলেছিলেন। কিন্তু সেখানে আমার কার সঙ্গে দেখা হবে সে সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।’
রোববার নিউইয়র্ক টাইমস জানায়, আইনজীবী নাতালিয়ার সঙ্গে ক্রেমলিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তার কাছে হিলারি সম্পর্কে ধ্বংসাত্মক তথ্য রয়েছে জানালে ট্রাম্পপুত্র এই বৈঠকে আগ্রহী হন। টাইমসের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের তিন উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন। এর বাইরে বিষয়টি জানতেন আরও দু’জন।
রোববার এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র বলেন, এক পরিচিত ব্যক্তি তাকে জানিয়েছিলেন এমন একজন ব্যক্তির কথা, যিনি প্রচারণায় কাজে আসবে এমন তথ্য দিতে পারবেন। তবে দেখা করার আগ পর্যন্ত তিনি ওই ব্যক্তির নাম-পরিচয় জানতেন না। জুনিয়র বলেন, আমি জারেদ এবং পলকে আমার সঙ্গে বৈঠকে থাকতে বলি, কিন্তু কী নিয়ে বৈঠক তা আগে জানাইনি।
জুনিয়র বলেন, ‘কুশল বিনিময়ের পর ওই নারী বলেন, তার কাছে রাশিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকজন ব্যক্তি সম্পর্কে তথ্য আছে, যারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকে অর্থায়ন এবং ক্লিনটনকে সমর্থন করছেন।’ তিনি আরও বলেন, ‘কিন্তু তার বক্তব্যগুলো ছিল অস্পষ্ট, দ্ব্যর্থবোধক এবং অর্থহীন। কথাগুলোকে সমর্থন করার মতো কোনো প্রমাণও দিতে পারেননি তিনি, দেয়ার চেষ্টাও করেননি। কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, তার কাছে কাজের কোনো তথ্য নেই।’ কিছুক্ষণ পরেই ওই নারী মার্কিনিদের রুশ শিশু দত্তক নিতে পারা সম্পর্কিত আলোচনা শুরু করেন বলে জানান জুনিয়র।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং কংগ্রেসের একটি কমিটি বহুদিন ধরেই গত ৮ নভেম্বরের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে। এ অভিযোগের পক্ষে-বিপক্ষে বহু অভিমত এবং বিতর্কেরও সৃষ্টি হয়েছে। চাকরি হারিয়েছেন নতুন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং এফবিআই প্রধান জেমস কমির মতো পদাধিকারী ব্যক্তিরাও। তবে এখনও পর্যন্ত কার্যকর কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তদন্ত কমিটি। ট্রাম্পপুত্রের নতুন এ রুশ আঁতাত তদন্তের কাজে নতুনমাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।