পপুলার২৪নিউজ ডেস্ক :
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক গত সপ্তাহে ২০১৭ সালের যে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এসডিজি সূচকে বাংলাদেশের অবস্থান ১৫৭টি দেশের মধ্যে ১২০তম।
পরিবর্তনশীল বিশ্বে সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে দুই বছর আগে জাতিসংঘে গৃহীত এসডিজিতে ২০৩০ সালের মধ্যে পূরণের জন্য মোট ১৭টি লক্ষ্য স্থির করা হয়। সেসব ক্ষেত্রে জাতিসংঘের সদস্য দেশগুলোর অগ্রগতি বিচার করেই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এসডিজি সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর একশর মধ্যে ৫৬.২। এই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে থাকা সুইডেনের স্কোর ৮৫.৬ এবং সবচেয়ে পিছিয়ে থাকা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের স্কোর ৩৬.৭।
আঞ্চলিক বিচারে বাংলাদেশের স্কোর পূর্ব ও দক্ষিণ এশিয়ার গড় স্কোর ৬৩.৩ এর চেয়ে কম।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে এই সূচকে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। ৬৫.৯ স্কোর নিয়ে শ্রীলঙ্কা আছে সূচকের ৮১ নম্বর অবস্থানে।
এছাড়া ৬৫.৫ স্কোর নিয়ে ভুটান ৮৩তম; ৬১.৬ স্কোর নিয়ে নেপাল ১০৫তম; ৫৯.৫ স্কোর নিয়ে মিয়ানমার ১১০তম এবং ৫৮.১ স্কোর নিয়ে ভারত ১১৬তম অবস্থানে রয়েছে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে কেবল পাকিস্তান (স্কোর: ৫৫.৬, অবস্থান: ১২২) এবং আফগানিস্তান (স্কোর: ৪৬.৮, অবস্থান: ১৫০)।