রাশিয়ার সঙ্গে ‘গঠনমূলকভাবে’ কাজ করার সময় এখন : ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন সময় রাশিয়ার সঙ্গে ‘গঠনমূলকভাবে’ কাজ করার। গত শুক্রবার জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় ট্রাম্প এ কথা জানান বলে বিবিসি অনলাইনের খবরে উল্লেখ করা হয়েছে।

টুইটে ট্রাম্প বলেন, তাঁদের প্রথম সাক্ষাতে পুতিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি তীব্রভাবে অস্বীকার করেছেন। কিন্তু ট্রাম্পের অবস্থান তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈপরীত্য তৈরি করেছে। রাশিয়ার সঙ্গে অনলাইন নিরাপত্তাসংক্রান্ত অংশীদারত্বের প্রস্তাব উত্থাপন করার পর তিনি তাঁর দলের মধ্যে সমালোচনার মুখে পড়েছেন।

ট্রাম্প টুইট করেন, তিনি ও পুতিন একটি সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করার কথা ভেবেছেন, যাতে নির্বাচনে হ্যাকিং এবং অন্য নেতিবাচক বিষয়গুলো ঠেকানো যায়। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও রিপাবলিকান পার্টি থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

সিনেটর মার্কো রুবিও মন্তব্য করেছেন, এ ধরনের পদক্ষেপ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করার শামিল। সিনেটর লিন্ডসে গ্রাহাম এমএসএনবিসিকে বলেন, ‘এমন উদ্ভট কথা আমি কখনো শুনিনি।’

এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, যুক্তরাষ্ট্র কখনোই রাশিয়াকে বিশ্বাস করতে পারে না এবং রাশিয়াকে বিশ্বাস করবে না। তিনি সিএনএনকে বলেন, ‘রাশিয়ার সঙ্গে কথা বলার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র আমাদের চোখ বন্ধ করে রাখবে।’ আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক রক্ষায় বড় একটি বাধা ছিল।

 

পূর্ববর্তী নিবন্ধআইএস মুক্ত মসুলে ইরাকের প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকারাগারে ‘বজরঙ্গি ভাইজান’-এর অভিনেত্রী অলকা