পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের কালিরবাজার এলাকা থেকে সিআইডির (অপরাধ তদন্ত বিভাগের) এক ভুয়া ওসিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, কালিরবাজার এলাকায় রবিবার সন্ধ্যা থেকেই নিজেকে সিআইডির ওসি বলে পরিচয় দিতে থাকেন আটক ওই যুবক। তিনি বাজারের উপস্থিত সবার মাঝে নিজের নামে করা ভিজিটিং কার্ডও বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই যুবকের কাছ থেকে ভুয়া আইডি ও ভিজিটিং কার্ড জব্দ করে। পরে তাকে আটক করে শ্রীনদী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
এছাড়া শ্রীনদী পুলিশ ফাঁড়ির আইসি (ইনচার্জ) এসআই সুলতান মিয়া জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে তিনি কুমিল্লা থেকে এখানে এসে সিআইডি’র ওসি বলে পরিচয় দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আটক ব্যক্তির নাম মো. ইয়ামিন মিয়া, বয়স ২৩ বছর। তিনি কুমিল্লা জেলার হোমনা থানার দিতিকালমিনা এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে।