টাঙ্গাইলে উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল!

পপুলার২৪নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুর-বাটাজোর সড়কের কীর্ত্তণখোলা কালিয়ান বাঈদের ওপর নির্মাণাধীন ব্রিজটি উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে।

এতে ওই সড়কে চলাচলকারী লোকজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ তুলে ফেসবুকে ওই ব্রিজের ফাটলের ছবি দিয়ে বিচার দাবি করা হয়েছে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে এক কোটি চার লাখ টাকা ব্যায়ে সখীপুর-বাটাজোর সড়কের সংস্কার ও কীর্ত্তণখোলা এলাকায় ব্রিজ নির্মাণকাজ শুরু হয়। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হলো জামালপুর জেলার দুর্গা এন্টারপ্রাইজ।

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ওই ব্রিজটি স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহানের উদ্বোধনের কথা রয়েছে। এদিকে উদ্বোধনের আগেই ব্রিজটির পিলারে বড় ধরনের ফাটল দেখা দেয়।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কদ্দুছ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান দুর্গা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী শ্যামল বাবু বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে এ রকম হতে পারে। অচিরেই এটি ঠিক করে দেয়া হবে।’

পূর্ববর্তী নিবন্ধশাকিব ছাড়া তুমি জিরো, মিশাকে ওমর সানি
পরবর্তী নিবন্ধএ বছরেই খুলছে রূপসী বাংলা : মেনন