পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারে লুৎফুর রহমান হারুন নামের এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
অস্ত্র ও বিস্ফোরক মামলায় রোববার দুপুর ১টায় জেলা ও দায়রা জজ আদালতের ২নং বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।
সাজাপ্রাপ্ত জঙ্গি হারুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকার মো. আজির উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের উত্তর বুধপাশা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্য লুৎফুর রহমান হারুনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় এলজি ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে কুলাউড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
এ ছাড়াও এই জেএমবি সদস্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানা গেছে।