অ্যাম্বুলেন্স না পেয়ে রিকশায় করে মেয়ের মৃতদেহ হাসপাতালে নিতে বাধ্য হয়েছে এক গরীব পরিবার। চেষ্টা করেও হাসপাতাল থেকে সাহায্য পায়নি তারা। এমনকী রেল পুলিশও ফোন করে অ্যাম্বুলেন্স আনাতে পারেনি।
ঘটনাটি ঘটেছে ভারতের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, রাজ্যের আত্রা স্টেশনে রেললাইনের পাশে রামাশ্রী নামে ওই তরুণীর মৃতদেহ পড়ে ছিল। পরে রেলপুলিশের পক্ষ থেকে তার পরিবারের লোকদের খবর দেয়া হয়। পরিবারের লোকরা আসলে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে নেয়ার নির্দেশ দেয় পুলিশ।
তবে এসময় কোনো সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি তারা। পরে বাধ্য হয়ে রিকশায় করে ওই তরুণীর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে রেল পুলিশের কর্মকর্তা সেপাক দিবাকর সিং বলেন, হাসপাতাল থেকে কোনো সদুত্তর না পাওয়ায় আমরা ওই মেয়েটির পরিবারকে রিকশায় করে মৃতদেহটি হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেই।
এদিকে এ ঘটনা ফের উসকে দিল উড়িশ্যার দানা মাঝির স্মৃতি। গত বছর হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স না পেয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে করে শ্মশানের উদ্দেশে দশ কিলোমিটার হেঁটেছিলেন তিনি। এরপরেই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এ ধরনের আরও বেশ কয়েকটি ঘটনার জন্য খবরের শিরোনাম হয়েছিল ভারত। পরে উড়িশ্যা সরকার দুঃস্থদের জন্য শববাহী যানের ব্যবস্থা করতে একটি প্রকল্পও শুরু করে।
এখন দেখার পালা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী যোগী আদিত্যনাথ এ ঘটনায় কী ব্যবস্থা নেন।