পপুলার২৪নিউজ ডেস্ক:
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তপ্ত সারা বিশ্ব। কোথা থেকে সেসব যন্ত্রপাতি সংগ্রহ করল উত্তর কোরিয়া, তা নিয়ে জল্পনা-কল্পনা ও অনুসন্ধান চলছে। তবে সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ছবি থেকে চীনা বাহনের সন্ধান পাওয়া গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
জানা গেছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে এবার চীনের তৈরি একটি বিশাল আকৃতির ট্রাক ব্যবহার করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের ২০০৬ সালের নিষেধাজ্ঞায় পিয়ং ইয়ং-এর কাছে অস্ত্র এবং অস্ত্র পরিচালনা করতে ব্যবহৃত সমস্ত হার্ডওয়্যারের বিক্রি নিষিদ্ধ।
উত্তর কোরিয়ার মিসাইল ফুটেজে দেখা যায়, বিশাল আকৃতির একটি ট্রাকে ক্ষেপণাস্ত্রটি বহন করা হচ্ছে। দেখে বোঝা যাচ্ছিল, চীনা টিম্বার ট্রাকে কিছুটা অদলবদল এনে এটিকে মিসাইল বহনের উপযোগী করে তোলা হয়েছে।