পপুলার২৪নিউজ ডেস্ক:
সুদান ফুটবল এসোসিয়েশনে (এসএফএ) সরকারের হস্তক্ষেপের কারণে পুরো দেশের আন্তর্জাতিক ফুটবলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এই সিদ্ধান্তের ফলে সুদানের জাতীয় ফুটবল দল কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। একইসাথে দেশটির বিভিন্ন ক্লাব সব ধরনের কন্টিনেন্টাল প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ থাকবে।
এই সিদ্ধন্তের ফলে আফ্রিকার শীর্ষ দুটি ক্লাব প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ ও কনফেডারেশন্স কাপে খেলতে পারবে না আল-হিলাল, আল মেরিখ ও আল-হিলাল ওবেদ ক্লাব। গত ২৭ জুন ফিফার কাউন্সিল সভায় সুদানকে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত হয়। ফিফার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এসএফএ বোর্ড পরিচালকবৃন্দসহ এর সভাপতি মুতাসিম জাফর একলাতিম যখন পুনর্বহাল হবেন তখন এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। গত ২ জুন মুতাসিম জাফর একলাতিমকে সড়িয়ে আব্দেল রহমান একলাতিমকে সরকারের হস্তক্ষেপে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৭ জুন ফিফা বিষয়টি বাতিলের নির্দেশ দিলেও সুদান তা বাস্তবায়ন করেনি।