না ফেরার দেশে ‘ফুটবলের মাস্কট’ বলে খ্যাত লরি

 

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফুটবলের প্রতি ভালোবাসার কারণে ইংল্যান্ড ছাড়িয়ে পুরো ফুটবলবিশ্বই তাকে ভালোবাসা ঢেলে দেয়। এই ভালোবাসাও আঁকড়ে রাখতে পারলো না ব্র্যাডলি লরিকে।

যুক্তরাজ্য সময় আজ শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে লরি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়া হয়। লরি নিউরোব্লাস্টোমা নামক স্লায়ুতন্ত্রের ক্যান্সারে ভুগছিল।

১৮ মাস বয়সে তার শরীরে বাসা বাঁধা বিরল ক্যান্সারের চিকিৎসায় লাখ লাখ পাউন্ড জমা হয়েছিল। ফুটবল-অন্তঃপ্রাণ সে ছিল ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের সমর্থক।

লরি তার প্রিয় ক্লাবের সঙ্গে চেলসির একটি ম্যাচ দেখতে যায়। সেখানে বিরতির সময় মাঠে নেমে পেনাল্টি থেকে একটি গোল করে সে। চেলসির রিজার্ভ গোলরক্ষক বেগোভিচ ইচ্ছে করে গোল হজম করে খুদে ফুটবল-সমর্থকটিকে উচ্ছ্বাসে মাতান। ওই আয়োজনটিই ছিল আসলে লরির জন্য।

গত মার্চেই ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের মাস্কট হিসেবে লিথুয়ানিয়ার বিপক্ষে মাঠে নামতে দেখা যায় লরিকে। সেসময়ও ইংল্যান্ড ও লিথুয়ানিয়ার ফুটবলাররা তাকে আনন্দে রাখতে করেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিরাট কোহলির রেস্তোরাঁয় যে কারণে সবাই ভিড় করেন
পরবর্তী নিবন্ধইন্দিরার প্রেমে মজেছিলেন নেহরুর সহকারী?