দিনাজপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিশুকন্যা মাইমুনা খাতুনকে (৫) গলাটিপে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সাদিয়া আক্তার (৩৮) নামে এক মা।

শুক্রবার ভোর রাত ৩টার দিকে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাদিয়া আক্তার হরিরামপুর মাঝাপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আলী জানান, দাম্পত্য কলহের জের ধরে সাদিয়া আক্তার তার মেয়ে মাইমুনা খাতুনকে গলাটিপে হত্যা করে। এরপর ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান মা।

স্বামীসহ বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় লরিচাপায় মা-ছেলে নিহত
পরবর্তী নিবন্ধধর্ষণের কথা স্বীকার করেছেন ইভান