কাতার থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহার করা হবে না: এরদোগান

পপুলার২৪নিউজ ডেস্ক:

কাতার থেকে তুরস্ক নিজে তার সামরিক ঘাঁটি প্রত্যাহার করবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তবে কাতার যদি মনে করে সামরিক ঘাঁটি প্রত্যাহার করা প্রয়োজন তাহলে তুরস্ক প্রত্যাহার করবে।

বুধবার ফ্রান্সের ‘‌ফ্রান্স ২৪ টেলিভিশন নেটওয়ার্ক’কে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। খবর আনাদুলু এজেন্সি।

কাতার ও তুরস্কের মধ্যে ২০১৪ সালের এক সামরিক চুক্তি অনুযায়ী কাতারে সামরিক ঘাঁটি স্থাপন করে তুরস্ক। কাতারের অনুরোধেই ওই সামরিক ঘাঁটি স্থাপন করা হয়।

এরদোগান বলেন, সৌদি আরবেও তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য একই ধরণের চুক্তির প্রস্তাব রয়েছে। তবে সৌদি এ বিষয়ে আরও চিন্তাভাবনার জন্য সময় চেয়েছে।

‘কাতার যদি সামরিক ঘাঁটি প্রত্যাহারের অনুরোধ করে তাহলে অবশ্যই কোনো রকম সময়ক্ষেপণ ছাড়াই সামরিক ঘাঁটি প্রত্যাহার করা হবে বলে জানান এরদোগান।’

গত ৫ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরসহ ৬টি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

গত ২২ জুন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর তারা ১৩টি দাবি মেনে নেয়ার জন্য কাতারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল।

তাদের এসব শর্ত কাতারের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে সাক্ষাৎকারে মন্তব্য করেন এরদোগান।

সৌদি জোটের দাবিগুলোর মধ্যে দোহাকে মুসলিম ব্রাদারহুডের প্রতি সমর্থন প্রত্যাহার, সংবাদ মাধ্যম আলজাজিরার সম্প্রচার বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও আমিরাতে তুরস্কের সামরিক ঘাঁটি বন্ধ অন্যতম।

পূর্ববর্তী নিবন্ধডব্লিউএইচও’র শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ
পরবর্তী নিবন্ধএইচএসসির ফল ২৩ জুলাই