এইচআরডব্লিউর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এই প্রতিবেদন আমরা স্বীকার করছি না, প্রত্যাখ্যান করছি। এটা উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, গুম বিভিন্ন কারণে হয়। ব্যবসায়িক কারণেও অনেক সময় হয়। এমন অনেক গুমের ঘটনা আমরা তদন্ত করে বের করেছি। আমরা বলতে চাই এই রিপোর্টটা সঠিক নয়।

বুধবার এইচআরডব্লিউ’র ওয়েবসাইটে  ‘তিনি আমাদের কাছে নেই: বাংলাদেশে গোপন আটক আর গুম’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ম মেনেই  বিএনপির অনেক লিডারকে ধরেছে। তা করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই।

পূর্ববর্তী নিবন্ধরমিজ রাজা যেন বিতর্ক ছাড়া থাকতে পারেন না!
পরবর্তী নিবন্ধডব্লিউএইচও’র শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ