শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সের করুণ অবস্থা : এক্সরে মেশিন ১২ বছর ধরে নষ্ট

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। এক্স-রে মেশিন দীর্ঘ ১২ বছর ধরে নষ্ট রয়েছে। জোড়া-তালি দিয়ে চিকিৎসা চলছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই ফি নিয়ে রোগী দেখেন চিকিৎসক।
দিরাই-শাল্লা আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা গত ১৬ মে এক মতবিনিময় সভায় সিভিল সার্জন ডা. আশুতোষ দাস ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিনকে এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা নিরসনে এবং এক্স-রে মেশিন চালু করতে নির্দেশ দেন। কিন্তু সেবা নিশ্চিত হয়নি এবং এক্স-রে মেশিনও চালু হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ গেটের সামনে দীর্ঘ ১২ বছর পূর্বের সরবরাহকৃত এক্স-রে মেশিনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কমপ্লেক্সের স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। পুরো কমপ্লেক্স এলাকায় ময়লা-আবর্জনা জমে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা কিরণ বালা দাস, কমলা বালা দাস, আতাউর রহমান, সাগর চন্দ্র দাস জানান, এ হাসপাতালে এলেই ডা. হেলাল উদ্দিন ফি নিয়ে রোগী দেখেন। কমপ্লেক্সের এক্স-রে মেশিন নষ্ট থাকায় বাইরে থেকে এক্সরে করাতে হয়।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, খুবই শীঘ্রই শাল্লায় এক্স-রে মেশিন চালু হবে।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ওএমএস’র চাল বিক্রি বন্ধে দিশেহারা হাওরবাসী
পরবর্তী নিবন্ধকোরবানিকে সামনে রেখে মার্সেলের ২শতাধিক মডেলের বৈচিত্র্যময় পণ্য