সেপটিক ট্যাংকে বাল্ব বিস্ফোরিত, ৩ শ্রমিক দগ্ধ

পপুলার২৪নিউজ ডেস্ক :

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান।

তিনি বলেন, মধ্য বাড্ডার মনির হোসেন নামের এক ব্যক্তির চারতলা বাড়ির নিচতলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন তিন শ্রমিক।

“ভেতরে অন্ধকার থাকায় বৈদ্যুতিক বাতি নেওয়া হয়। কিন্তু ট্যাংকের ভেতরে বাতি ঢোকানোর সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায়।”

পরে তিন শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এই তিনজন হলেন- সোহরাব (৫০), আনন্দ (৪০) ও সুলতান (৩০)। তাদের মধ্যে সুলতানের অবস্থা গুরুতর বলে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা সেখানে গিয়েছিলেন। তবে তার আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে আগুন নিভিয়ে ফেলা হয়।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার দিয়ে ভুলে যায় না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধওয়ানডেতে ছক্কা নেই বাংলাদেশের ব্যাটিং কোচ সামারাবিরার !