পপুলার২৪নিউজ ডেস্ক:
ধর্ষণ। প্রায় রোজই সংবাদের শিরোনামে উঠে আসে এই শব্দ। কখনও দিল্লি, কখনও উত্তরপ্রদেশ-বিহার, কখনও বা রোহতক। নৃশংসতার সমস্ত সীমা-পরিসীমা পেরিয়ে যায় মানুষের বিকৃত কামনা। বয়স্ক মহিলা থেকে একরত্তি শিশু, দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায় না কেউই। কিন্তু অপরাধ যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন তথাকথিত দুর্বল নারীও সংহার মূর্তি ধারণ করে। সম্প্রতি এমনই দৃশ্য দেখা গেল দেশের এক প্রত্যন্ত গ্রামে। যেখানে এক শিশুকে ধর্ষণ করার অপরাধে গ্রামের মহিলারা বেঁধে পেটালেন এক যুবককে।
ঘটনাটি সামনে এসেছে এক বেসরকারি সংবাদ সংস্থা সূত্রে। যাদের তুলে ধরা ভিডিওতে দেখা যাচ্ছে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ওই যুবক মাঠে পড়ে রয়েছে। আর তাকে ঘিরে রেখেছে গ্রামের মহিলারা। এক এক জন করে এগিয়ে আসছে এবং লাঠি দিয়ে তাঁরা যুবককে আঘাত করছে। যেই মহিলার শিশুকন্যাকে নিগ্রহ করতে গিয়ে যুবকটি ধরা পড়েছে। কন্যাকে কোলে নিয়েই যুবককে বেধড়ক পেটান তিনি। শেষমেশ আধমরা অবস্থায় স্থানীয় পুলিশ উদ্ধার করে ওই যুবককে। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেট দুনিয়ায় মতামত দিতে শুরু করেছেন অনেকে। কারও মতে এভাবে আইন হাতে তুলে নেওয়া ঠিক নয়। দেশের আইন ব্যবস্থার উপর ভরসা থাকা উচিত। তবে কেউ কেউ মনে করেন, দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়েই একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে দেশে। প্রায় দিনই এমন ঘটনার সাক্ষী হতে হয় মহিলাদের। এই ঘটনার পর অন্তত ওই গ্রামে মহিলাদের নিগ্রহ করার সাহস কেউ পাবে না।