পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি মুহিত কবীর সেরনিয়াবাত জানান, মাস্টারবাড়ি এলাকায় বাড়ির মালিক হাফিজুল ইসলামসহ দুই ভাড়াটিয়া জঙ্গি সংক্রান্ত কার্যক্রমের পরিকল্পনা করছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে ২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্তের অভিযোগ রয়েছে। বাড়ির মালিক হাফিজুল নিজেও জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই তিনি এ কাজে জড়িতদের বাড়ি ভাড়া দিয়েছেন।
বিভিন্ন সময় তাদের নিয়ে বাড়িতেই জঙ্গি সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
র্যাব-১ এর সদস্যরা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের পর আজই তাদের জয়দেবপুর থানায় সোপর্দ করা হবে। তাদের নাম পরিচয়সহ বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান সিনিয়র এএসপি মুহিত কবীর।