কোনও অঘটন না ঘটলে ভারতীয় কোচের মসনদে ফের বসতে চলেছেন রবি শাস্ত্রী। বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটাররাও চাইছেন রবি শাস্ত্রীকে। দলের অন্দরমহলের খবর এমনটাই। শুধু বিরাট কোহলির প্রিয়পাত্র বলেই নয়, সচিনও নাকি শাস্ত্রীকে কোচের পদে আবেদন করার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন। সচিনের পরামর্শেই দ্বিতীয় দফায় বিসিসিআইয়ের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে তাতে সাড়া দেন রবি শাস্ত্রী। সচিন এমনিতেই রয়েছেন কোচ বাছাই নিয়োগ করার কমিটিতে। সচিন ছাড়াও কোচ বাছাইয়ের অ্যাডভাইসরি কমিটিতে রয়েছেন সৌরভ ও লক্ষ্মণ।
তবে তাৎপর্যপূর্ণভাবে, কোচ বাছাই করা নিয়ে গত বছর সংঘাত চরমে পৌঁছেছিল রবি শাস্ত্রী ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যে। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন। এবারেও কোচ বাছাইয়ের ইন্টারভিউতে যে সৌরভ রবি শাস্ত্রীকে চাইবেন না, সেটাও একপ্রকার নিশ্চিত।
বিরাট কোহলি আবার ক্যারিবিয়ান সফরে গিয়েই সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছিলেন, বোর্ড যদি চাই তবেই অধিনায়ক হিসেবে তিনি কোচ বাছাইয়ের বিষয়ে মতামত জানাতে পারেন। এতেই স্পষ্ট, তিনি পরোক্ষে বোর্ডকে বার্তা দিয়ে রাখছেন, তাঁর পছন্দের জনকেই কোচ হিসেবে নিয়ে আসা হোক।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে শাস্ত্রীকে কোচ করা নিয়ে সৌরভের অসূয়া সম্ভবত কাজে আসবে না। কারণ, গোটা ভারতীয় দল ছাড়াও সচিন সমর্থন করছেন শাস্ত্রীকে। কোচ হিসেবে তাঁর পারফরম্যান্সও বেশ ভাল। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচের হটসিটে ছিলেন শাস্ত্রী। তার কোচিংয়েই ভারত ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত। শাস্ত্রীর আমলে ২২ বছর পর প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জেতে ভারত। এছাড়া ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া।
বোর্ডও চাইছে শাস্ত্রীকে ফের কোচের চেয়ারে বসাতে। কারণ, সম্প্রতি বোর্ডের এক প্রভাবশালী কর্তা সর্বভারতীয় প্রচারমাধ্যমে বলেন, রবি শাস্ত্রী ডিরেক্টর থাকাকালীন দলের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনও সংঘাত ছিল না। কোচ বনাম অধিনায়ক কোনও ব্যক্তিত্বের লড়াই ঘটেছে বলে কখনও শোনা যায়নি। অর্থাৎ ভারতীয় দলকে উত্তাল অবস্থা থেকে স্থিতিশীলতায় আনতে বোর্ড হাতের তাস করছে শাস্ত্রীকেই। এখন দেখার, শাস্ত্রীকে নিয়োগ করার ব্যাপারে সৌরভ কোন দিকে ঝোঁকেন!