পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার গো-রক্ষকদের দাপট নিয়ে সরব হল বিজেপির শরিক উগ্র হিন্দত্ববাদী দল শিবসেনা। শিবসেনার বক্তব্য, গো-রক্ষার নামে মানুষ পেটানো হিন্দুত্বের বিরোধী।
মঙ্গলবার সেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে এ কথা জানানোর পাশাপাশি গো-মাংস নিয়ে একটি জাতীয় নীতি পেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছে শিবসেনা।
সাম্প্রতিককালে ভারতের উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, হরিয়ানাসহ বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে গো-রক্ষার নামে হিন্দুত্ববাদীরা চরম হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলেছে। কোথাওবা গো-মাংস খাওয়ার ‘অপরাধ’-এ পিটিয়ে খুন করার মতো ঘটনা ঘটেছে।
গোটা বিষয়টি নিয়ে দীর্ঘদিন চুপ করে থাকলেও অবশেষে গত ২৯ জুন এ নিয়ে প্রথম মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সপ্তাহে তিনি বলেন, ‘গো-রক্ষার নামে মানুষ খুন বরদাশত করা হবে না।’ নিজের হাতে আইন তুলে নেয়ার কারও অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেরিতে হলেও প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রশংসা করেছে শিবসেনা।
শিবসেনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানাচ্ছি। গো-রক্ষার নামে কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। মানুষ পেটানো হিন্দুত্বের বিরোধী। হিন্দুত্বের সংজ্ঞা স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্যও নরেন্দ্র মোদিকে ধন্যবাদ।’