খাগড়াছড়িতে নদী ভাঙনে ৫০টি ঘর-বাড়ি নদীগর্ভে

পপুলার২৪নিউজ ডেস্ক :

খাগড়াছড়িতে চেঙ্গী, মাঈনি ও রমগড়ের ফেনী নদীর ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় বেশ কয়েকটি গ্রাম, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রায় ৫০টি ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এজন্য দ্রুত ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

চেঙ্গী নদীর ভাঙ্গনের শিকার গ্রামগুলো মধ্যে রযেছে যুবরাজ পাড়া, খবং পুড়িয়া, গজ্ঞ পাড়া, শব্দ মিয়া, কালাডেবা, বটতলী, চাকমা পাড়া, অপর্না চৌধুরী পাড়া, গাছবান।

দীঘিনালা মাঈনি নদীর ভাঙ্গনের গ্রাম গুলো হচ্ছে নুনছড়ি, উদোল বাগান, তেবাংছড়া, নৌকোছড়া কাতারুং বড়াদাম, নারিকেল বাগান। রামগড়ের ফেনী নদীর ভাঙ্গনে কলসি মুখ, ফেনীর কূল, রামগড়ের আবাসিক এলাকা বল্টুরাম পাড়া রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাত্র ৩ ঘণ্টায় ৩০০টি ফাইটার জেট ভূপাতিত করে ইসরায়েল
পরবর্তী নিবন্ধবরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট