পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঘুষের দায়ে ঢাকার অতিরিক্ত সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মুন্সী রফিউল আলম এই আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ সেপ্টেম্বর শেখ মিজানুর রহমান নামের এক করদাতার আয়কর নথি নিষ্পত্তি করে দেয়ার জন্য ১ লাখ টাকা দাবি করেন ওই কমিশনার। দর কষাকষির পর ৫০ হাজার টাকায় বিষয়টি রফা হয়। কথা অনুযায়ী টাকা দিতে আশিকুর রহমানের অফিসে আসেন ওই করদাতা। এ সময় হাতেনাতে ওই কমিশনারকে আটক করে দুদক।
পরে আটক কমিশনারের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক মো. ফজলুল হক পল্টন থানায় মামলা দায়ের করেন।
তদন্ত শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক অজয় কুমার সাহা কমিশনার আশিকুর রহমানকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
শুনানি শেষে দণ্ডবিধির ১৬১ ধারা মোতাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।
এ ছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা মোতাবেক তাকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
দুদকের আইনজীবী আসাদুজ্জামান রানা বলেন, দুদকের দুই ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
তবে রায়ে বিচারক বলেছেন, দুই ধারায় শাস্তির প্রেক্ষিতে আসামি আশিকুর রহমানকে মোট ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল।