লর্ডস টেস্টে নেই ডু’প্লেসিস; অধিনায়ক এলগার

 পপুলার২৪নিউজ ডেস্ক:

ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া লর্ডস টেস্টে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু’প্লেসিস। সদ্যই বাবা হয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই নবজাতক সন্তান ও স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তাদের পাশে থাকতেই লর্ডস টেস্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন প্রোটিয়া দলপতি। তার জায়গায় সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিবেন ওপেনার ডিন এলগার।

সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই দেশে ফিরে যান ডু’প্লেসিস। ফলে ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। দেশে যাবার আগে দলকে বলে যান, ‘সন্তানের মুখ দেখে তবেই দলের সাথে যোগ দিবেন তিনি। ‘

গত বৃহস্পতিবার সন্তানের বাবা হবার পর ডু’প্লেসিসের লর্ডস টেস্ট খেলার সম্ভাবনা উজ্জল হয়। কিন্তু হঠাৎ করেই সদ্যজাত সন্তান ও স্ত্রী অসুস্থ হয়ে যাওয়ায়, তাদের পাশে থাকার সিদ্বান্ত নিয়েছেন ডু’প্লেসিস। তাই লর্ডস টেস্টে ডু’প্লেসিসকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তার জায়গায় প্রথমবারের মত জাতীয় দলকে নেতৃত্ব দিবেন এলগার।

আর ডু’প্লেসিসের জায়গা একাদশে খেলতে পারেন ডি ব্রুন ও আইদেন মার্করামের মধ্যে যেকোন একজন। ডি ব্রুন ১টি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি খেললেও মার্করাম এখনো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদ মজহারের অবস্থান খুলনা অঞ্চলে : পুলিশ
পরবর্তী নিবন্ধ‘পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরপত্তা নিশ্চিতে সঠিক পথেই আছে বাংলাদেশ’