পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া সুপ্রিম কোর্টের রায়ে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সকালে কাওরানবাজারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সংঙ্গে আলাপকালে তিনি বলেন, এ রায়, বাহাত্তরের সংবিধানের মূল স্পিরিট থেকে সরে গেল।
তিনি বলেন, গোটা জাতি যখন বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে আগ্রহী, তখন এই রায় ওই পথকে রুদ্ধ করে দিল। যেখানে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে সেখানে বিচারপতিদের ক্ষেত্রেও এটিই হওয়া যৌক্তিক ছিল।
এর আগে সোমবার বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। এ রায়ের ফলে সংসদের কাছে বিচারপতিদের অপসারণের ক্ষমতা থাকলো না।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন।