মহাকাশে যুদ্ধ করবে মার্কিন ‘মহাকাশ বাহিনী’

পপুলার২৪নিউজ  ডেস্ক:

মহাকাশে যুদ্ধের জন্য ‘মহাকাশ বাহিনী’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এ বাহিনী গঠনের জন্য ভোট দিয়েছেন মার্কিন হাউস আর্মড সার্ভিস কমিটির সদস্যরা। দেশটির সশস্ত্র বাহিনীর ষষ্ঠ এ শাখা পৃথিবীর আবহ মণ্ডলের বাইরে অর্থাৎ মহাশূন্যে সামরিক তৎপরতায় নিয়োজিত থাকবে।

প্রয়োজনে যুদ্ধও করবে এ বাহিনী। ১৯৪৭ সালের পর এই প্রথম মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো নতুন শাখা খোলা হচ্ছে। খবর আরটি’র।

২০১৯ সালের জানুয়ারিতে অর্থাৎ আগামী দু’বছরের কম সময়ের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন বিমানবাহিনীর বৈপ্লবিক সংস্কারের অংশ হিসেবে এ বাহিনী তৈরি হচ্ছে। অবশ্য মার্কিন মহাকাশ বাহিনী গঠনের বিষয়টি এখনও পুরোপুরি অনুমোদন পায়নি।

আনুষ্ঠানিকভাবে এ বাহিনী অনুমোদন লাভ করার পর মার্কিন মহাকাশ কমান্ডের ছাতার তলে চলে আসবে মার্কিন বিমানবাহিনীর আওতাধীন সব মহাকাশ মিশন।

মার্কিন মহাকাশ কমান্ডের একজন নতুন প্রধানও থাকবেন। আর এর মাধ্যমে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফে যোগ হবে ১৮তম সদস্য।

মার্কিন বিমানবাহিনী বর্তমানে মহাকাশ বিমান এক্স-৩৭বি দিয়ে একটি গোপন মিশন পরিচালনা করছে। মহাকাশে টানা ৭১৮ দিন থাকার রেকর্ড সৃষ্টি করে সম্প্র্রতি পৃথিবীতে ফিরে এসেছে এক্স-৩৭বি।

মহাকাশে থাকার সময় এটি কি দায়িত্ব পালন করেছে সে সম্পর্কে প্রকাশ্য কিছুই জানান হয়নি। আগস্টে পুনরায় এটি মহাকাশ মিশনে যাবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রণব দা বাবার মতো করে পথ দেখিয়েছেন: মোদি
পরবর্তী নিবন্ধভোলায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত, আহত ১০