আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ পড়তে বাধা

পপুলার২৪নিউজ ডেস্ক:
মুসলমানদের প্রথম কেবলা তথা আল-আকসা মসজিদে ফিলিস্তিন মুসল্লিদের নামাজ পড়তে দিচ্ছে না ইসরাইল। ফিলিস্তিন কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।

তাদের দাবি, ইজরায়েলের এই পদক্ষেপ সব ধরনের আন্তর্জাতিক আইন ও ইশতেহারের লঙ্ঘন এবং তা সব মানবীয় মূল্যবোধ ও নৈতিকতারও পরিপন্থী।

ফিলিস্তিনি বিশেষজ্ঞ মুহাম্মাদ জাদাল্লাহ এই প্রসঙ্গে বলেন, ‘ইসরাইল এমন পদক্ষেপের মাধ্যমে এটাই বোঝাতে চায় যে আল-আকসা মসজিদের ওপর এখন আর মুসলমান ও ফিলিস্তিনদের কর্তৃত্ব নেই। বরং তা এখন পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনরা আজ নিজ ভূমিতেই পরবাসী। সেখানে মুসলমানদের স্থাপনা এবং পবিত্র স্থানগুলিও আজ ইসরাইলি দখলদারিত্বের আশেপাশে থাকায় প্রায়ই নানা ধরনের সীমাবদ্ধতা ও অমর্যাদার শিকার হচ্ছে। ’

 

পূর্ববর্তী নিবন্ধআশুলিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধরাজধানীর নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু