ষোড়শ সংশোধনী বাতিলে হতাশ অ্যাটর্নি জেনারেল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি।

মাহবুবে আলম বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল ৭২ এর আদি সংবিধানে ফেরা। কিন্তু এই রায়ের মধ্যে দিয়ে সেই স্বপ্ন পূরণ হলো না। এ জন্য আমরা দুঃখ ও হতাশা প্রকাশ করছি। ‘

উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে সংবিধানের আনীত ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঐক্যমতের ভিত্তিতে সরকারের আপিল খারিজ করে দেন।

আপিল বিভাগ বলেছেন, হাইকোর্ট রায়ের যে পর্যবেক্ষণ দিয়েছিলেন, সেই পর্যবেক্ষণ প্রত্যাহারসাপেক্ষে এই আপিল খারিজ করা হলো। এই রায়ের ফলে উচ্চ আদালতের বিচারপতি অপসারণে ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত রইল বলে জানিয়েছেন আইনজীবীরা।

পূর্ববর্তী নিবন্ধচীনে বন্যায় কয়েক লাখ মানুষ ঘরছাড়া, নিহত ১৫
পরবর্তী নিবন্ধআশুলিয়ায় অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার