পপুলার২৪নিউজ প্রতিবেদক: রাজধানীর উত্তরায় তিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এদের একজন পুরুষ ও একজন নারী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় ও কোন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহমুদুল হক। তবে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন তিনি।
সোমবার ভোর সাড়ে ৪টার উত্তরার রাজলক্ষ্মীতে সি-শেল ভবন, একে টাওয়ার ও পরী ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সি শেল রেস্তোরাঁর ওই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। পরে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল জানান, ভোর ৪টার দিকে সি শেল নামে চারতলা ভবনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের একে টাওয়ার (ছয়তলা) ও পরী ভবনে (ছয়তলা) ভবনে ছড়িয়ে পড়ে।
কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনো কিছু জানা যায়নি।