দিনাজপুর প্রতিনিধি ,পপুলার২৪নিউজ:
দিনাজপুর জেলা সদরের জামালপুর হাজীপাড়া লালবাগ এবং জোতবগল গ্রামে গত শনিবার রাতে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৩র দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, দিনাজপুর জেলা সদরের জামালপুর হাজীপাড়া লালবাগ এবং জোতবগল গ্রামে গত শনিবার মধ্যরাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে ২০২ পিস ইয়াবা ও ১৫৬ বোতল ফেনসিডিলসহ জামালপুর পশ্চিম পাড়া গ্রামের হান্নানের ছেলে আনোয়ার (২০) শহরের লালবাগ (রামনগর) মহল্লার মৃত ইউসুফ আলীর ছেলে রমজান আলী (৫৪) এবং কাঞ্চন কলোনী চাউলিয়া পটি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে শাকিল (৩২) কে আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব ১৩র অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কম্পানি ১, দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব এবং সিনিয়র এএসপি মাহমুদুল হাসান। আজ রবিবার সকালে ওই তিনজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।