সাত মামলায় জামিন পেলেন বুলু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নাশকতার সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

রোববার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুলুকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেন।

তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।

২০১৫ সালে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে বরকতউল্লাহ বুলুর বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় বজ্রপাতে পাঁচজনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধরাশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০