সৌদি জোটের ১টি শর্তও মানবে না কাতার

পপুলার২৪নিউজ ডেস্ক:
নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সৌদি জোটের দেয়া সবগুলো শর্তই প্রত্যাখ্যান করেছে কাতার। রিয়াদ ও তার মিত্রদের পক্ষ থেকে দেয়া একটি শর্তও কাতার বানবে না এবং তাদের শর্তগুলো প্রত্যাখ্যান করা হলো বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী। খবর আল জাজিরার।

১৩ দফা শর্ত মানতে বেধে দেয়া সময়সীমা শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগেই তা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করা হল। ইতালি সফররত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি শনিবার রাতে এ তথ্য জানান।

গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে। একইসঙ্গে জল, স্থল ও আকাশপথে কঠোর অবরোধ আরোপ করে।

এর দুই সপ্তাহ পর অবরোধ তুলে নেয়ার জন্য কাতারকে ১৩ দফা শর্ত দেয় সৌদি জোট। শর্ত মেনে নেয়ার জন্য ১০ দিনের সময়ও বেধে দেয়া হয়।

শেখ মোহাম্মদ বলেন, ‘প্রত্যেকেই জানেন যে, এই চাহিদাগুলোর লক্ষ্য কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, বাক স্বাধীনতা স্তব্ধ করে দেয়া এবং কাতারের কর্মকাণ্ডের ওপর নজরদারি স্থাপন করা।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি বিশ্ব কোনো আল্টিমেটামের মাধ্যমে পরিচালিত হয় না বরং এটি পরিচালিত হয় আন্তর্জাতিক আইনের মাধ্যমে। এই পৃথিবী পরিচালিত হয় এমন আইনের মাধ্যমে যা বড় দেশগুলোকে ছোট দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে বাধা দেয়।’

তবে শর্ত প্রত্যাখ্যান করলেও সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতার আলোচনায় বসতে রাজি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শর্ত প্রত্যাখ্যান করায় কোনো সামরিক পদক্ষেপ নেয়া হলে তাতেও দোহা ভীত নয় বলে জানিয়েছেন তিনি।

এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের শনিবার বলেছেন, দোহার প্রতি যেসব শর্ত বেধে দেয়া হয়েছে তা নিয়ে কোনো আলোচনা হবে না।

পূর্ববর্তী নিবন্ধসিলেটে মৃদু ভূমিকম্প
পরবর্তী নিবন্ধকংগ্রেসের কাছে ক্ষমতা হারাচ্ছে ট্রাম্প!