আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর গুলশান, বারিধারা ও বনানীর কিছু এলাকা নিয়ে গড়ে ওঠা কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতরকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এ এলাকার প্রতিটি প্রবেশ মুখে থাকবে পুলিশের তল্লাশি চৌকি। গুলশান ১ ও ২ নম্বরের পুরোটাই থাকবে সিসিটিভি ক্যামেরা আওতাভুক্ত। ঈদের সময় এ এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হবে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে।ডিএমপি’র ডিপ্লোম্যাটিক জোনের উপকমিশনার (ডিসি) মো. জসিমউদ্দিন জানান, ঈদে রাজধানীজুড়ে পুলিশি নিরাপত্তা দেওয়া হবে। তবে ডিপ্লোম্যাটিক জোনে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
সম্প্রতি সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ঈদুল ফিতরের সময় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।