পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দেশের বাজারে চালের দাম বৃদ্ধির তদন্তের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য এম এ আউয়াল এমপি।
মঙ্গলবার বাজেটোত্তর আলোচনায় অংশ নিয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব খাদ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিগত সময়ের চেয়ে চালের দাম বেড়েছে কয়েকগুণ। তবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে না।
খাদ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, খাদ্যমন্ত্রী ঢাকার একটি অনুষ্ঠানে বলেছেন, চালের দাম বৃদ্ধির জন্য বিএনপিপন্থী ব্যবসায়ীরা দায়ী। সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা না বলা ঠিক নয়। এতে করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত প্রকৃত হোতারা পার পেয়ে যায়।
এম এ আউয়াল বলেন, অপরাধীরা যে দলই করুক না কেন, চালের দাম বৃদ্ধির সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। চালের দাম কারা বাড়িয়েছে, এটা তদন্ত করতে হবে।