ফতুল্লায় গণহিস্টিরিয়ায় শতাধিক শ্রমিক অসুস্থ

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোষাক কারখানায় গণহিস্টিরিয়া রোগে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার এন্টি এ্যাপারেল নামে পোশাক কারখানার অসুস্থ শ্রমিকদের নারায়ণগঞ্জ শহরের ৩০০ ও ১০০ শয্যা বিশিষ্ট দুইটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকরা জানান, ফতুল্লার পিলকুনি এলাকায় অবস্থিত এন্টি এ্যাপারেলসে প্রায় ৬শ শ্রমিক কাজ করেন। এরমধ্যে সোমবার ইফতারের পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকে।

মঙ্গলবার সকালে এর সংখ্যা বেড়ে গেলে গার্মেন্টে আতংক ছড়িয়ে পড়ে। এতে মালিক পক্ষ গার্মেন্টটি বন্ধ ঘোষণা করেছেন।

নারায়ণগঞ্জ ১০০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেলে অফিসার ডা. আসাদুজ্জামান জানান, এটা বড় ধরনের সমস্যা নয়। ডাক্তারি ভাষায় একে বলা হয় মাস সাইকোসিস অথবা গণহিস্টিরিয়া। যে কোনো কারণে বা আতংক থেকে সাইকোসিস সৃষ্টি হয়। একজনের এমন সমস্যা দেখা দিলে তার দেখাদেখি অন্যদেরও হয়ে থাকে।

আমাদের মেডিকেলে ৫৭ জন ভর্তি হয়েছে। আক্রান্তদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই বেশি।

পূর্ববর্তী নিবন্ধসংসদে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছিনতাইকারীর আঘাতে তরুণীর মৃত্যু