টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান-আয়ারল্যান্ড!

পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান ও আয়ারল্যান্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুটি দলই এখন আইসিসির সহযোগী সদস্য থেকে পূর্ণ সদস্য হওয়ার মতো অবস্থান সৃষ্টি করেছে।

দীর্ঘদিনের পরিশ্রমে দুই দলের পারফর্মেন্স এখন এমন যে, যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে তারা।

এ অবস্থায় দল দুটি শিগগিরই আইসিসির টেস্ট স্ট্যাটাস পেতে পারে বলে শোনা যাচ্ছে।

দুই দল এই মর্যাদা অনেক আগেই পেত, তবে দীর্ঘদিন ব্যাপারটি ভোটাভুটির জন্য ঝুলে ছিল। আর এই ভোটাভুটির কাজটি হবে এই সপ্তাহের আইসিসি সভাতেই। সেটি যদি হয়েই যায় তাহলে বাংলাদেশের পর নবম ও দশম দুটি দেশ হিসেবে এই মর্যাদা পাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এর আগে ২০০০ সালে আইসিসির সর্বশেষ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পায় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধনওগাঁ সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধফের জুটি বাঁধছেন শ্রীদেবী-অনিল !