পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গতকাল সোমবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চান্দশী এলাকায় গোয়েন্দা পুলিশ ( ডিবি) ও মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিন ডিবি পুলিশসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন সংলগ্ন চান্দ্রশী এলাকায় একদল মাদক ব্যবসায়ী গাড়িতে মাদক উঠানোর সময় খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে। এসময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে ডিবির গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আক্তার হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী ও ৭০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃত আক্তার চৌদ্দগ্রাম উপজেলার জগমহনপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
অভিযানে অংশ নেওয়া ডিবির উপ পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, গুলিবিদ্ধ ডিবির ৩ সদস্য ও মাদক ব্যবসায়ী আক্তারকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।