চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে এমনিতেই বিপদে আছে কোহলিরা। নিজের দেশেই তীব্র সমালোচনার মুখে তারা।
ক্ষুব্ধ সমর্থকরা টিভি ভাংচুরসহ একের পর এক ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছেন। এর মধ্যে বিদেশীদের নাক না গলালে খুব অসুবিধা হতো? কিন্তু হারের পরই কোহলিদের সমালোচনায় যোগ দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।অধিনায়ক বিরাট কোহলি স্বীকার করে নিয়েছেন, খারাপ খেলেই তারা হেরেছে। এতে উঠানের (পিচের) কোনো দোষ নেই। এতে আরও চটেছে সমর্থকরা। পিচ খারাপ হলে মেনে নেওয়া যায়; কিন্তু পাকিস্তানের বিপক্ষে খারাপ খেলা মেনে নেওয়া যায় না। মানতে পারেননি মাইকেল ভনও। তিনি টুইটারে লিখেছেন, ভারতকে হকি খেলাতেই সীমাবদ্ধ থাকা উচিত!
গতকাল রবিবার ভারতের ক্রিকেটের বিপর্যয়ের দিনেই সাফল্য পেয়েছে তাদের হকি দল। তাও আবার সেই পাকিস্তানের বিপক্ষে! বিশ্ব হকি লিগের সেমিফাইনালে ৭-১ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় হকি দল। একদিনে পাকিস্তানে দুইবার হারানোর সুযোগ ভারতের সামনে- এমটাই প্রচার করছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। ভনের নজরে হয়তো পড়ে গেছে সেই খবরটি!