পপুলার২৪নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ক্ষমতাসীন বিজেপির রাজনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ১৭ জুলাই ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে জল্পনা-কল্পনা। প্রার্থী হিসেবে অনেকেরই নাম শোনা যাচ্ছে। এ তালিকায় ছিল সুষমা স্বরাজের নাম। তবে তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। খবর এনডিটিভির।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছি না। এ বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, তার পুরোটাই গুজব।’ ১৭ জুলাই এ নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক দলগুলো প্রার্থী চূড়ান্তে উঠেপড়ে লেগেছে। যদিও এখন পর্যন্ত কোনো দলই প্রার্থীর নাম ঘোষণা করেনি। একক প্রার্থী ঘোষণায় একজোট হয়েছে দেশটির বিরোধী দলগুলো। ২৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। তার আগেই সম্ভাব্য প্রার্থীদের নাম জানা যাবে। আর ২০ জুলাই ভোট গণনা শেষে জানা যাবে কে হচ্ছেন ভারতের ১৪তম রাষ্ট্রপ্রধান।