পপুলার২৪নিউজ ডেস্ক:
বার্মিংহামের এজবাস্টনে ইতিহাস গড়ার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আর টসে হেরে প্রথমে ব্যাট করতে নামবে মাশরাফি-সাকিবরা।
এ ম্যাচে জিতলে ইতিহাস তৈরি হবে বাংলাদেশের। আর ক্রিকেট বিশ্বে নতুন পরাশক্তি হিসেবে তাদের পরিচয় ঘটবে। জিততে হলে বাংলাদেশকে তিন শতাধিক রানের লক্ষ্য দিতে হবে ভারতকে। জমজমাট এক লড়াইয়ের আশায় গোটা ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসাইন, মাশরাফি বিন মোর্তুজা (অধিনায়ক), রুবেল হুসাইন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারতীয় দল:
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার জাদব, হার্দিক পান্ডেয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বীন, ভুবনেশ্বর কুমার, জাচপ্রিত বুমরাহ।