পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্টের সানফ্রান্সিসকোতে এক বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
তিনজনকে হত্যার পর হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৪ জুন) ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস) নামে ডাক ও পণ্য পরিবহন সংস্থার কর্মী তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ প্রধান টনি চ্যাপলিন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে পুলিশের কাছে ইউপিএসের সানফ্রান্সিসকো গ্রাহক সেবা কেন্দ্রে বন্দুক হামলার খবর আসে। পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারে হামলাকারীর হাতে একটি অ্যাসল্ট পিস্তল রয়েছে। পুলিশ দেখতে পেয়ে ওই হামলাকারী নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি ছোড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
চ্যাপলিন জানিয়েছেন, হামলাকারী ইউপিএসের পোশাক পরিহিত ছিল। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সংযোগ নেই। এ ঘটনার ইউপিএসের পক্ষ থেকে এক বিবৃতিতে হতাহতদের জন্য শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।