দক্ষিণ আফ্রিকার লিম্পোপোয় বালোবেডু প্রজাতির ১২ বছরের রানি মাসালানাবো মোদজাজির রয়েছে বৃষ্টি আনার ক্ষমতা। এমনটাই দাবি রানীর প্রজাদের।
তবে রানী হলেও এখনও রাজ্যাভিষেক হয়নি মাসালানাবোর। ফ্রোজেনে যেমন ১৮ বছর বয়সে এলসার রাজ্যাভিষেক হয়েছিল, তেমনই মাথায় মুকুট উঠতে মাসালানাবোকে অপেক্ষা করতে হবে আরও ৬ বছর। আপাতত স্কুলের পোশাক ছেড়ে রানীর পোশাক পরার পরে রঙিন হেডব্যান্ডই যেন মুকুট মাসালানাবোর।
প্রায় দুইশো বছরের পুরনো বালোবেডু প্রজাতি নারীতান্ত্রিক। পূর্বতন রানী ছিলেন মাসালানাবোর মা। তিনি ছিলেন, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, কম্পিউটার এবং গাড়ি চালানোতে দক্ষ। ২০০৫ সালে মায়ের মৃত্যুর পরে রানী হয় তিন মাসের শিশু মাসালানাবো। মায়ের মৃত্যুর পরে পালক মা–বাবা অ্যাঞ্জি এবং মাথোলে মোৎশেগার কাছে থাকে মাসালানাবো। তার দাদা জোহানেসবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।