রাজধানীতে প্রাইভেট কারের চাপায় নিরাপত্তাকর্মী নিহত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর কারওয়ান বাজারে প্রাইভেট কারের চাপায় ইসমাইল হোসেন নামের  (৫৫) এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। তিনি সেফ ফোর্স সিকিউরিটি এজেন্সির নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার রাতে সেহেরির সময় কারওয়ান বাজারের স্টার বেকারি রেস্টুরেন্টের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতরা হলেন আমির হোসেন (৫০), মো. বাবু (১৯) ও মোহাম্মাদ বাবু (৩২)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মো. বাবুর অবস্থা অশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে শ্রমজীবীদের অনেকেই ফুটপাতে বসে সেহেরি খাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার ফুটপাতের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই সেফ ফোর্স সিকিউরিটি এজেন্সির নিরাপত্তাকর্মী ইসমাইল হোসেন নিহত হন। আহত হন আরো তিনজন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গাড়ির চালক পালিয়ে গেলেও এর মালিক ও ছেলেকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও থানার এসআই মোহাম্মদ কবির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ভয়ংকর’ ইংল্যান্ডের সামনে অননুমেয় পাকিস্তান
পরবর্তী নিবন্ধটেকনাফে পাহাড়ধসে বাবা-মেয়ে নিহত