মুকসুদপুরে প্রসাধনী সামগ্রীর নকল কারখানা জব্দ

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ, প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে প্রসাধনী সামগ্রীর নকল কারখানা আবিস্কার ও পরে ওই কারখানা সীলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামে তৈয়াব মাষ্টারের একটি ভাড়া বাসায় এ কারখানার সন্ধান পাওয়া যায়।
মুকসুদপুর থানার এএসআই লাভলু জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার চাওচা গ্রামের করম আলী শেখের ছেলে আরিফ শেখ বাটিকামারী গ্রামের তৈয়াব মাষ্টারের একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নামী-দামী কোম্পানীর নকল প্রসাধনী সামগ্রী তৈরী ও বিক্রয় করে আসছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে একটি গোয়েন্দা সংস্থা বেশ কিছুদিন ধরে খোঁজ খবর নিয়ে আসছিল। দুপুরে ওই নকল কারখানায় ও মুকসুদপর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মাসুম এবং পুলিশ অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আনুমানিক ১৫ লাখ টাকার নকল প্রসাধানী সামগ্রী জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই নকল কারখানা মালিককে সোমবার সন্ধ্যার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কারখানাটি সিলগালা করে দেন এবং স্থানীয় দুই ইউপি মেম্বারের জিম্মায় কারখানাটি রেখে যান।

পূর্ববর্তী নিবন্ধজামালপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবকের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমেসি-রোনালদোর চেয়েও দামি ডেলে আলি!