পপুলার২৪নিউজ প্রতিবেদক :
দ্রুতগতির একটি বেপরোয়া প্রাইভেটকারের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিরাপত্তা বেস্টনি ভেঙে গেছে। এতে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই বদরুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে টয়োটার একটি প্রিমিউ মডেলের কার নিয়ন্ত্রণ হারিয়ে রাজু ভাস্কর্যের বেদীতে গিয়ে আঘাত করে। আঘাতের কারণে ভাস্কর্যের তেমন কোনো ক্ষতি না হলেও এর নিরাপত্তা বেস্টনি ও বেদীর একাংশ ভেঙেচুরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটিতে দুইজন নারী আরোহী ছিলেন। এদের একজনই গাড়িটির চালকের আসনে ছিলেন বলে জানান তারা।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকা পুলিশ সদস্যরা গাড়িটি উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা বদরুল। তবে তিনি গাড়ির চালক ও আরোহীদের কোনো তথ্য দিতে পারেননি।