পপুলার২৪নিউজ ডেস্ক:
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ১১তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে না থাকলেও এই ম্যাচটি পরিণত হচ্ছে অলিখিত কোয়ার্টার ফাইনালে।
কেননা এ ম্যাচের বিজয়ী দল খেলবে সেমিতে। লন্ডনের কেনিংটন ওভালে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বিরাট কোহলির ভারত।
র্যাংকিংয়ের ৩ নম্বর দল ভারতের জন্য বড় ধরনের এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চ্যালেঞ্জ অধিনায়ক বিরাট কোহলির জন্যও। কেননা সীমিত ওভারের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর কোহলিকে ওয়ানডে ফরম্যাটে এতবড় পরীক্ষার সামনে আগে কখনো পড়তে হয়নি। এবার বড় পরীক্ষাই দিতে হবে তাকে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তুলতে পারেন কিনা, সেটিই এখন দেখার বিষয়।
ভারতের মত জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বিশ্বসেরা দল দক্ষিণ আফ্রিকাও। দলের ব্যাটিং লাইন-আপ বেশ শক্তিশালী। কিন্তু আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পুরোপুরিই ব্যর্থ হয় তারা। ১১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ডেভিড মিলারের অপরাজিত ৭৫ রানে ৮ উইকেটে ২১৯ রান করে প্রোটিয়ারা। এরপর ৩ উইকেটে ১১৯ রান তুলে বৃষ্টি আইনে ম্যাচ জিতে পাকিস্তান।
ভারত স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, ও মোহাম্মদ সামি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু-প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ক্রিস মরিস, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুইয়াও, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, ফারহান বেহারদিয়ান ও মরনে মরকেল।