আদালতের এজলাসে বসে হায়দারাবাদ হাইকোর্টের বিচারপতি বি শিবশঙ্কর রাও বলেন, গরু ভারতের সম্পদ। এমনকি কোরবানির ঈদেও গরু জবাইয়ের অধিকার নেই মুসলিমদের। ভারতের মানুষের গরুর গুরুত্ব বোঝা উচিত। মুঘল সম্রাট বাবর পর্যন্ত গরুর গুরুত্ব বুঝে জবাই বন্ধ করেছিলেন। এমনকি সম্রাট আকবর, জাহাঙ্গীর আহমেদ শাহ তাদের সময় গরুর জবাই নিষিদ্ধ করেছিলেন।
যারা গরু জবাই করেন এবং যারা তাদের প্রশ্রয় দেন তাদের ১১ বছর কারাদণ্ড হওয়া উচিত। এ সময় গরুকে ভগবান ও মায়ের সঙ্গেও তুলনা করেন তিনি।
ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের একদল পশু চিকিৎসককে ভর্ৎসনা করে বিচারপতি রাও বলেন, ‘দুধ দিতে না পারার জন্য যারা গরুকে জবাইয়ের জন্য বিক্রি করার সার্টিফিকেট দেয় তাদের বিরুদ্ধেও কড়া আইন তৈরি প্রয়োজন এবং এই ধরনের মামলা জামিন অযোগ্য ধারায় হওয়া উচিত।’
ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে গরু জবাই এখনও বৈধ।
তবে সেখানে গরু জবাইয়ের ক্ষেত্রে গরুর ‘আনফিট এবং আনপ্রোডাক্টিভ’ সনদ থাকতে হয়।
হায়দরাবাদ হাইকোর্টে বিচারপতি বি শিবশঙ্কর রাওয়ের এজলাসে রামভত হনুমান নামের এক গরু বিক্রেতার বিচার চলছিল। রামভত হনুমান নালগোন্ডার কাঞ্চনপল্লী থেকে অনৈতিকভাবে দখল করা ৬৫টি গরু জবাইয়ের জন্য সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ আনা হয়। এই বিচার চলাকালে এসব মন্তব্য করেন বি শিবশঙ্কর রাও।