পপুলার২৪নিউজ ডেস্ক: চন্দ্রিকা হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটকে সোনালী দিন এনে দেওয়ার অন্যতম কারিগর।
বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কারণে রাশভারী এই মানুষটিকে অনেক সমালোচনাও শুনতে হয় অনেক সময়। তবে শিষ্যদের কাছে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। যেমনটা অধিনায়ক মাশরাফির। শুক্রবার তার শিষ্যরা নিউজিল্যন্ডকে যেভাবে হারাল তাতে খুশি না হওয়ার কোনো কারণ নেই। নিজের আনন্দের অনুভূতি টুইটারে পোস্ট করলেন টাইগার কোচ।চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় বাঁচিয়েছিল বৃষ্টি। সেই ম্যাচে অস্বাভাবকি ব্যাটিং ব্যর্থতার পর খুব চটে ছিলেন হাথুরুসিংহে। ম্যাচ শেষে কিছু না বললেও কার্ডিফে এসে অনুশীলন সেশনে ছাত্রদের একহাত নিয়েছেন তিনি। কোচের সেই রাগারাগিতেই কি খেলা আমূল বদলে গেল বাংলাদেশের? হতে পারে।
শুক্রবার অবিস্মরণীয় জয়ের শেষে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে হাথুরু লিখেছেন, “আমরা এটি করে দেখিয়েছি। এই জয় ছেলেদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। সাকিব এবং রিয়াদ- তোমরা ক্রিকেটের সৌন্দর্য। ” অন্য একটি টুইটে হাথুরু লিখেছেন, “আজ আমি ইংল্যন্ডের ভক্ত। এগিয়ে যাও…..”