সত্যজিৎ রায়ের পর সর্বোচ্চ ফরাসি সম্মান পাচ্ছেন সৌমিত্র

পপুলার২৪নিউজ ডেস্ক:সর্বোচ্চ ফরাসি সম্মান পাচ্ছেন সৌমিত্র
৩০ বছর পর ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লেজিয়ঁ দ’ নর’ পাচ্ছেন বাঙালি অভিনেতা। ১৯৮৭ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরঁ কলকাতায় এসে সত্যজিৎ রায়ের হাতে তুলে দিয়েছিলেন এই সম্মান।

এবার সেই ‘লেজিয়ঁ দ’ নর’-ই পাচ্ছেন সত্যজিতের প্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে ফরাসি সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘অফিসিয়ে দে’ জার এ মেত্রিয়ে’ শিরোপায় সম্মানিত হন সৌমিত্র। এবার ১৮০২ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের চালু করা সম্মানও পেতে যাচ্ছেন তিনি। সম্মানপ্রাপ্তির খবরের প্রতিক্রিয়ায় সৌমিত্র বলেন, ‘বাঙালি অভিনেতা হিসেবে আমার কাজ যে আন্তর্জাতিক মানুষজনের মন ছুঁয়েছে, সেটাই আমার কাছে প্রাপ্তি। ‘
সূত্র : আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী নিবন্ধযাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅনিরুদ্ধর ছবিতে প্রিয়াঙ্কা!