চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৭৯ রান। কেন উইলিয়ামসন ২১ এবং রস টেইলর ৮ রান নিয়ে ব্যাট করছেন।
শুক্রবার কার্ডিফে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে ম্যাচটি শুরু হয়েছে।
এদিন টসে জয়লাভ করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টাইগারদের হয়ে প্রথম আঘাত হানেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সুযোগ পাওয়া তাসকিন আহমেদ। লুক রনকি ১৬ রান করে তাসকিনের বলে মোস্তাফিজের হাতে ধরা পড়েন। শুরু থেকেই ভয়ংকর ছিলেন মার্টিন গাপটিল। তবে ব্যক্তিগত ৩৩ রানে রুবেল হোসেনের বলে লেগ বিফোরের শিকার হন এ ডানহাতি ব্যাটসম্যান।
এদিকে আজকের ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজ।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেমিতে খেলতে হলে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে হবে। অন্যদিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে টাইগারদের। ইংলিশদের কাছে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশ সেমিতে খেলতে পারবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।