পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান সফর করল কাতারের এক প্রতিনিধি দল। চলতি সপ্তাহের বুধবারে কাতারের এক বিশিষ্ট ব্যবসায়ীর নেতৃত্বে পাকিস্তান সফর করে ছয় সদস্যের ওই প্রতিনিধিদল।
এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডন।
কাতারের ব্যবসায়ী আবদুল হাদি মানা আল-হাজরির নেতৃত্বে ছয় সদস্যের ওই প্রতিনিধিদল একটি চার্টার্ড বিমানে করে লাহোরে পৌঁছায় এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করে বলে জানা গেছে।
ডনের প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে প্রতিনিধিদলটি কাতারের আমির তামিম বিন হামাদ আলে সানির একটি বার্তা প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে পৌঁছে দেয়ার জন্য আসে এবং ওই বার্তায় কাতারের আমির পাকিস্তানকে চলমান সংকটে ইতিবাচক ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।
প্রতিনিধিদলটি কয়েক ঘণ্টা লাহোরে অবস্থান করার পর বিমান করে রাজধানী ইসলামাবাদে যায়। প্রতিনিধিদল বুধবার পাকিস্তান সফর করে এবং ওই দিনই দেশে ফিরে যায়। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাতারের প্রতিনিধিদলের এই সফরের বিষয়টি স্বীকার করেনি। সংশ্লিষ্ট দফতরের কর্তারা জানিয়েছেন যে তাঁরা এই বিষয়ে অবগত নন।